শুক্রবার, ১৪ মে, ২০১০

কথনঃ ১৪ মে ২০১০

পরাজিত সৈনিক যেভাবে হাঁটে ঠিক সেভাবে
কেউ একজন বলেছিল পিছু হটা বারণ
সেরেব্রালে অসহ্য যন্ত্রণা,
বৃক্ষরা বৃষ্টি পেলে সুন্দর হয়
বেদনার মতন কালো কালো অক্ষরগুলো
বিকট চিৎকারে কোরাস গায়,
নির্মাণ না ধ্বংস, কার পক্ষে যাবে সভ্যতা ;

মানুষ দেখতে দেখতে
ক্রমাগত দেউলিয়া মানুষ ভালবেসে
যত বিদগ্ধ মানুষ ভালবাসা বোঝে
প্রবঞ্চক, প্রবঞ্চক এবং প্রবঞ্চক,
স্লিভলেস অশ্লীলতায় ভরপুর ভোগবাদ
বহুল ব্যবহৃত বাণিজ্যিক পণ্য,
জনগণ আড়চোখে দেখে ভাবে বিপরীত
কলম - কাগজের অস্বাভাবিক সংকট
কমে যাচ্ছে কবিতার শরীর ;

পরাজিত মানুষ যেভাবে বাঁচে অনেকটা সেভাবে
কে যেন বলেছিল ভাল থাকা বারণ
পাঁজরের অগোছালো কষ্ট,
বুড়ো বাড়িগুলোর ভাগ্যে অম্ল-বৃষ্টি
আবর্জনার রাজ্যে কালো কালো কাকবৃন্দ
গম্ভীর হয়ে আছেন,
প্রতিপত্তি না সুখ, কোনদিকে যাবে মানুষ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন