বৃহস্পতিবার, ২০ মে, ২০১০

অসুখ - ০৩ (১৯ মে ২০১০)


কালো জামা পরা কিছু ছেলে আসে, ব্যস্ত কাক এবং কুকুর
আমি দেখি সব নষ্ট খেলনাগুলো আমার বারান্দায়
ওগুলো হয়তোবা কোনকালে ছিল রবোট কিংবা গাড়ি
এককালে আমিও ছিলাম, এককালে বড্ড বাচ্চা ছিলাম
আমি নষ্ট খেলনা বাসতামনা, ও যেমন আমায় বাসতনা
তবু ওকে চাইতাম মনের মধ্যে ক্ষুধা আর অসুখ নিয়ে ;

সাদা জামা পরা এক বুড়ো যায়, হাতে ময়লার ব্যাগ
তাতে রক্ত, মুরগির মুন্ডু, বেড়ালের বাচ্চার লাশ
বেড়াল দেয়াল ডিঙ্গোয়, আমিও কোনকালে হয়েছি বেড়াল
ও কখনও বেড়াল বাসেনা, তাই আর হলোনা
আমি বুঝিনা, কোন দুঃখে বেড়াল হলাম
আজো ওকে চাই শরীরের মধ্যে ক্ষুধা এবং অসুখ নিয়ে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন