বুধবার, ১৯ মে, ২০১০

বাইস্কোপ মানুষ (১৮ মে ২০১০)

সলতেতে আগুনের ছোট্ট শরীর
কাঁপতে কাঁপতে বলে, "আমি আর নেই বেশিক্ষণ.."
প্রত্যুত্তরে নীরব বাইস্কোপ মানুষ
কপালজুড়ে দুশ্চিন্তার অজস্র দাগ
আরো কিছু সময় বড়ো প্রয়োজন,
স্বপ্নের অবশিষ্ট পাতাগুলো গাঁথতে হবে
স্বপ্নবাক্সে বাঁধতে হবে অতিদ্রুত,
কেননা প্রদীপ নিভলেই রাত
মৌলিক অন্ধকার জোনাকবিহীন
বিষণ্ণ আর উপবাসী
পারিবারিক পরবর্তী দিন,
আর রাতের প্রশ্রয়ে
দারিদ্র্যের সঙ্গে আবশ্যিক সহবাস;

তবু বাইস্কোপ মানুষ স্বপ্ন গেঁথে যায়
গাঁথতে গাঁথতে চলে যায়
দেবতার কাছাকাছি, হঠাৎ
নুনপানি উঠে আসে কোত্থেকে যেন
সাথে আনে গান...
"কী চমৎকার দেখা গেল.. কী চমৎকার দেখা গেল.."

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন