শুক্রবার, ১৪ মে, ২০১০

অসুখ - ০২ (১৪ মে ২০১০)

এখন নিভন্ত রাত বৈশাখের
যে আগুন একান্ত নারীর
তা খুবলে খেয়েছে অন্যপুরুষ
আর আমি অসুখে অ-সুস্থ,
নিজস্ব আঁধার পেরিয়ে
ছিল নরম জলের ঝিল
স্বপ্নবাগান,
সভ্যতার ক্ষুধার্ত চুম্বনে তা-ই
বহুতল বাণিজ্যিক ভবন
দূষিত লেকের গা-ঘেঁষে
আমি উদ্বাস্তু, উন্মাদ
ব্যাকরণে ব্যর্থ বারবার,

এ শহর
নর্দমা আর আস্তাকুঁড়ের যাদুঘর
আমার জন্য বরাদ্দকৃত নরক,
বিলুপ্তির আশংকায়
নৈসর্গকে ধরা হয়েছে সেলুলয়েডে
কেননা ব্যাপক মুনাফার সম্ভাবনা
বাহ্ বাহ্ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন