শুক্রবার, ৭ মে, ২০১০

পাঁজরের প্রাসঙ্গিক পুঁথি (০৩ মে, ২০১০)

প্রাকৃত সমুদ্রঘ্রাণ পর্যাপ্ত নয় দাসের শরীরে
মনিবের কড়া চোখ মৌলিক লাল সংগত সন্দেহে,
ডানে-বাঁয়ে রাষ্ট্রনীতি অগণন তুমুল আন্দোলন
রক্তিম দূর্বায় সুসজ্জিত বারংবার সময়ের প্রাঙ্গণ,
জাগে মানবিক ঝড় ভিখিরীরা অজগর
বিঃধ্বস্ত সভ্যতা শহর বর্বর,
কালনীর গাঢ় বুক, নিবু নিবু লণ্ঠন
দেবীর শরীর লোটে প্রাজ্ঞ পুরোহিত
প্রাসঙ্গিক দুর্যোগে বিলুপ্ত ঈশ্বর;

নষ্ট সংসার, আদিম মাংসে পুরে কামের শরীর
বালিকা ধর্ষক শেষে মহা বৈষয়িক
নাব্য নিবিড় স্নানে বাক্যরাও জৈবিক
লাঞ্ছিত পৃথিবী, রক্তের বিন্দুতে পর্যাপ্ত স্থির ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন