শুক্রবার, ১৪ মে, ২০১০

একজন পাথর ভাঙ্গা শ্রমিক (১৪ মে ২০১০)

তিনি পাথর ভেঙ্গে থাকেন
বিছিয়ে দিয়ে কুচকুচে পিচ
পথ গড়ে দেন,
যোগাযোগ গাঢ় হয়
দেখতে দেখতেই
আমরা রূচিশীল, আধুনিক
আর সূর্যের উত্তপ্ত সহবাসে
জ্বলতে জ্বলতে তিনি বৃদ্ধ
চুলের সিঁথিতে পরিপাট্য নেই বহুকাল,
আমাদের ধর্ম, রাজনীতি, মূল্যবোধ
তিনি বুঝবেননা কোনদিন
কেবল ক্ষুধা আর দারিদ্র্য বোঝেন,
আমরা তো হরেক রঙে সাজাই শরীর
ভীষণ সভ্য আর উচ্চশিক্ষিত তাই
মেঘের গায়ে আবাস গড়ি,
উনার কেবল অসুখের ওষুধ হয় না
বউ ঘরে থাকে না
ছেলেটা চুরি করে, মেয়েটা হারিয়ে যায়
পরনে সুসভ্য বস্ত্র নেই বলে উনি লজ্জিত
আর আমরা কি দারুণ সভ্য
সচেতন মস্তিষ্কে গড়ি জীর্ণ বস্ত্রের ফ্যাশন,
চতুর্দিকে নানান ভাঙ্গন
রাস্তাঘাট, অবৈধস্থাপনা আর হৃদয়,
উনি দেখেন আর পাথর ভেঙ্গে যান
নোটিশবিহীন মৃত্যুর আগ পর্যন্ত ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন