বৃহস্পতিবার, ২০ মে, ২০১০

ডায়েরীর ছেঁড়া পাতাঃ ১৯ মে ২০১০


বড় বেশি দূরে থাকি, অথবা থাকি না
বচনের ভর বাড়ে ভাষাভিত্তিক ভালবাসায়
অপ্রিয় আর বাস্তব কিছু সম্পর্কের ডালপালা বিস্তৃত ক্রমাগত
সভ্যতার তলায় আরোপিত উল্লাসে বসবাস
এরপর আরো যত বাহ্যসর্বস্ব বিষয়াদি
সুখ না অসুখ, এ সংক্রান্ত অসুস্থ সংলাপ
বিশুদ্ধ শূন্যতা পলাতক, কেবল স্থূল সব দুঃখ
নিজের সঙ্গে প্রতারণা, একাকীত্বের মাতম

ভালবাসা কে কাকে বাসে, সে আরেক কৌতুক
আপাতত বায়ু চলাচল পর্যাপ্ত
নিজেকে সুখী বলে জোরালো দাবী তোলা যেতে পারে,
তবে প্রশ্ন, দাবী উত্থাপিত হবে কার উদ্দেশ্যে
আর বিপক্ষেই বা কারা ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন